নৌকার নির্বচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুজ জাহের জানান, রোববার (১২ডিসেম্বর) ভোরে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খাসের হাটে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেনের লোকজন তার নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে। এ সময় সেখানে থাকা চেয়ার-টেবিল, পোস্টার সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন

আব্দুজ জাহের বলেন, এর আগে এই বাজারে দুটি ঘর ভাড়া নিয়ে আমার নির্বাচনী কার্যালয় করতে গেলে আমাদের ঘর ভাড়া না দিতে বেলালের লোকজন ঘরের মালিকদেরকে হুমকি দেয়। তাদের হুমকির কারণে বাজারে কোনো ঘর না পেয়ে নিরুপায় হয়ে আমরা খালি জায়গায় তাঁবু দিয়ে নির্বাচনী ক্যাম্প করি। এরপরও তারা আমাদের লোকজনকে হুমকি ধমকি দিয়ে আসছে। গত কয়েকদিন থেকে লোকজন ভয়ভীতি উপেক্ষা করে আমাদের নির্বাচনী কার্যালয়ে আসতে শুরু করে। এতে ইর্ষান্বিত হয়ে তারা ভোর রাতের দিকে আমাদের কার্যালয়ে অগ্নিসংযোগ করে এবং আসবাবপত্র নিয়ে যায়। তারা এসব করে ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। প্রশাসনের কাছে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ইউনিয়নে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে তাদেরকে হুমকি ধমকির দেয়ার অভিযোগ করেন।

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন

তবে, অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী বেলাল হোসেন। তিনি বলেন, ‘৯ নম্বর ওয়ার্ডে অধিকাংশ ভোটার আমাকে ভোট দিবে। আমি জনগণের ভোটে জয়লাভ করবো, কাউকে ভয় ভীতি দেখানোর প্রশ্নই উঠে না। আমার লোকজনকে ফাঁসানোর জন্য তারা পরিকল্পিভাবে এ ঘটনা ঘটিয়েছে।’

সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, ‘এওজবালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইবাংলা /এইচ /১৩ ডিসেম্বর, ২০২১

Contact Us