ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় প্রায় তিন সপ্তাহ আগে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এরপর দেশে দেশে ছড়িয়েছে এই ভাইরাস। প্রতিদিনই নতুন শনাক্তের খবর এলেও আজই ওমিক্রনে প্রথম প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। এর মধ্য দিয়ে ওমিক্রনে প্রথম মৃত্যু দেখল বিশ্ব।

Islami Bank

সোমবার (১৩ ডিসেম্বর) ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্যারিয়েন্টে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেছেন, দুঃখজনকভাবে ওমিক্রন লোকজনকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে। দেশে ওমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

one pherma

এর আগে, স্থানীয় সময় সোমবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানান, ইংল্যান্ডে প্রায় ১০ জন ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সংক্রমণ, হাসপাতালে ভর্তি এবং তারপর দুঃখজনকভাবে মৃত্যুর মধ্যে সর্বদা একটি ব্যবধান থাকে। সূত্র : সিএনবিসি ও ওয়াশিংটন পোস্ট।

ইবাংলা /টিআর /১৩ ডিসেম্বর

Contact Us