বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ফেব্রুয়ারিতে

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের ক্রিকেটের জন্য ২০২১ সালটা মোটেও ভালো কাটেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও না জিততে পারা দলটা দেশে ফিরে পাকিস্তানের কাছেও হয়েছে টেস্ট, টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ।

Islami Bank

২০২২ সালের শুরুর দিনেই রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট। এই সফরে দুটি টেস্ট খেলে দেশে ফিরেই নামতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে। এরপর রয়েছে আফগানিস্তানের সঙ্গে সিরিজ।

আগামী ফেব্রুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে আফগানরা। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিজ্ঞপ্তিতে ২০২২-২৩ মৌসুমের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে।

one pherma

যেখানে ফেব্রুয়ারি-মার্চে রয়েছে বাংলাদেশের সঙ্গে সিরিজ দুটি। এরপর ভারতের সঙ্গে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে রশিদ খানরা। ভারত সফরের পর রয়েছে অস্ট্রেলিয়া সফর।

আসন্ন মৌসুমে দারুণ ব্যস্ত সময় কাটবে আফগানদের। এসিবির ফিউচার ট্যুরস প্রোগাম (এফটিপি) অনুযায়ী ২০২২ -২৩ মৌসুমে ১১টি ওয়ানডে, ৪টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। এই মৌসুমে সবমিলে ৩৭টি ওয়ানডে, ১২টি টি-টোয়েন্টি এবং ৩টি টেস্ট ম্যাচ খেলবে। এই সময়ে রয়েছে দুটি এশিয়া কাপের আসর, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওয়ানডে বিশ্বকাপ।

ইবাংলা / নাঈম/ ১৪ ডিসেম্বর, ২০২১

Contact Us