কলেজছাত্রী হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে কলেজছাত্রী ও গৃহবধূ সুপ্রিয়া সাহার হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে প্রত্যকে আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদন্ডও করা হয়েছে।

Islami Bank

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার তিনজন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন দিলীপ সরকার, গীতা রানী সরকার, মহাবেদ রায়, আদালতে উপস্থিতেতে দন্ডপ্রাপ্তরা হলেন বিষ্ণুপাল, রঞ্জিত সাহা ও রঞ্জিত ঘোষ।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বামী দিপাঞ্জন সাহাকে খালাশ দিয়েছেন আদালত। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ আগস্ট মানিকগঞ্জ শহরের পূর্বদাশড়া এলাকার একটি ভাড়া বাসায় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী সুপ্রিয়া সাহাকে শ্বাসরোধে হত্যা করে তার হাত পা-বাধা রক্তাক্ত দেহ মেঝেতে ফেলে পালিয়ে যায় আসামিরা। পর দিন সকালে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

one pherma

এই ঘটনায় নিহতের বাবা সুকুমার চন্দ্র সাহা বাদি হয়ে সদর থানায় তিন জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত নাম দিয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার এস আই মাসুদ মুন্সি তদন্ত করে ২০১৬ সালের ২৯ নভেম্বর আদালতে চাজর্শিট দাখিল করেন। এই মামলায় নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছেন দাবি করলেও আসামিপক্ষের আইনজীবীরা রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

ইবাংলা / নাঈম/ ১৪ ডিসেম্বর, ২০২১

Contact Us