সিংগাইরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার নাইতনপাড়ার মৃত মাহমুদ উল্লাহর পুত্র মো.গিয়াস উদ্দিন (২৪), রামু উপজেলার লিং রোড এলাকার শামসুল আলমের পুত্র সরোয়ার আলম ওরফে আকিল (২২) এবং সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর দুর্গাপুরের হাতেম পালের ছেলে রমজান পাল (৪২)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কক্সবাজার থেকে মানিকগঞ্জের সিংগাইরের চর দুর্গাপুরে বড় একটি ইয়াবার চালান।আসছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজারের গিয়াস উদ্দিন এবং সরোয়ার আলমের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সিংগাইরের চর দুর্গাপুর এলাকার রমজান পালের বাড়ি থেকে আরো ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিনজনকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন, আটককৃতদের নামে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ইবাংলা / এইচ / ১৪ ডিসেম্বর, ২০২১

Contact Us