প্রায় ৯ লাখ ভারতীয় তাদের নিজ দেশের নাগরিকত্ব পরিত্যাগ করেছেন বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় । মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বিগত ৭ বছরের চিত্র এটি । তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, টিআরএসের বিধায়ক কোথা প্রভাকর রেড্ডির প্রশ্নের জবাবে এ কথা জানানো হয়। খবর- হিন্দুস্তান টাইমস
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় জানান, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গত ৭ বছরে ৮ লাখ ৮১ হাজার ২৫৪ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। এর মধ্যে চলতি বছরেই নাগরিকত্ব ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ২৮৭ জন ভারতীয়। এর আগে ২০২০ সালে ৮৫ হাজার ২৪৮ জন, ২০১৯ সালে ১ লক্ষ ৪৪ হাজার ১৭ জন, ২০১৮ সালে ১ লক্ষ ৩৪ হাজার ৫৬১ জন, ২০১৭ সালে ১ লক্ষ ৩৩ হাজার ৪৯ জন, ২০১৬ সালে ১ লক্ষ ৪১ হাজার ৬০৩ জন এবং ২০১৫ সালে ১ লক্ষ ৩১ হাজার ৪৮৯ জন ভারতীয় নাগরিকত্ব পরিত্যাগ করেছেন।
অন্যদিকে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ১০ হাজার ৬৪৫ জন বিদেশি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এর মধ্যে পাকিস্তানের ৭ হাজার ৭৮২ জন এবং আফগানিস্তানের ৭৯৫ জন রয়েছেন। এছাড়া বর্তমানে এক কোটির বেশি ভারতীয় বিদেশে বসবাস করছেন।
দেশটির কেন্দ্রীয় মন্ত্রী আরো জানান, এনআরসি নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনের, সিএএ, আওতায় যে কেউ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। ২০১৯ সালের ডিসেম্বরে আইনটির প্রাথমিক বিজ্ঞপ্তির পরপরই সারা দেশে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়। রাজধানী দিল্লিসহ বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে। ফলে হাজার হাজার মানুষ হতাহত হয়। পরে ২০২০ সালের ১০ জানুয়ারি আইনটি কার্যকর করা হয়।
৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত ভারতে পাড়ি দেয়া আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেয়ার জন্যই মূলত সিএএ বিল তৈরি করা হয়েছে বলে দাবি করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। যদিও অভিযোগ উঠেছে, দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে নাগরিকত্বহীন করতেই এসব আইন করা হয়েছে।
ইবাংলা / টিপি / ১৫ ডিসেম্বর, ২০২১