‘সঠিক পথে হাঁটলে একটা জীবনই যথেষ্ট’- শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক:

ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। ব্যক্তিজীবন বেশ কয়েকবার হোঁচট খেলেও ক্যারিয়ারে সফল তিনি। সমস্যা যতোই থাকুক না কেন নায়িকা মনের রঙ বদলেছে বহুবার। নিত্য নতুন পোস্টে মনের ভাব প্রকাশ করছেন শ্রাবন্তী চ্যাটার্জী।

Islami Bank

স্বামী রোশান যতই তার বিরহে কাতর হয়ে আবারও সংসার করার ইচ্ছা প্রকাশ করুন না কেন, শ্রাবন্তী অনেক আগেই মুখ ফিরিয়েছেন। এছাড়া নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টির ছবিও এসেছে প্রকাশ্যে।

এদিকে বৃহস্পতিবার (১ জুলাই) নিজের ইনস্টাগ্রামে শ্রাবন্তী একটি ছবি পোস্ট করে লেখেন ‘জীবন একটাই, একবারই বাঁচার সুযোগ আসে,সঠিক পথে হাঁটলে একটা জীবনই যথেষ্ট’।

one pherma

 

পোস্টের মানে দাঁড়ায় প্রাণভরে বাঁচতে চাইছেন নায়িকা। কিছুদিন আগে পাহাড়ে একান্তে সময় কাটিয়ে ফিরেছেন। মাঝে বিজেপিতে যোগ দিয়ে বিধানসভা নির্বাচনে হেরেছেন শ্রাবন্তী চ্যাটার্জী। আবারও ক্যারিয়ারে মনোযোগ দিতে চাইছেন এই অভিনেত্রী।

ইই/ বিনো/ ২ জুলাই, ২০২১

Contact Us