বাংলাদেশকে ৫৬ লাখ টিকা উপহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে ৫৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে যুক্তরাজ্য ও জাপান। এর মধ্যে যুক্তরাজ্য দিয়েছে ৪১ লাখ, আর জাপান দিয়েছে ১৫ লাখ ডোজ টিকা।বুধবার (১৫ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেকের কা‌ছে এসব টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

Islami Bank

জানা গেছে, কোভ্যাক্সের আওতায় যুক্তরাজ্যের টিকা এসেছে সোমবার (১৩ ডিসেম্বর), জাপানের টিকা এসেছে মঙ্গলবার (১৪ ডিসেম্বর)।অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী ও বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট উপস্থিত ছিলেন।

one pherma

ইবাংলা / নাঈম/ ১৫ ডিসেম্বর, ২০২১

Contact Us