ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

অবিস্মরনীয় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনে মেতেছে বাংলাদেশ। দেশের সর্বত্র নানা আয়োজন উদ্দীপনার মধ্য দিয়ে ইতিহাস খচিত জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দেশের সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিয়ে স্মরণ করছে জাতির বীর শহিদদের।

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীতে সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে।

ছবি : সংগৃহীত

সর্ব প্রারথম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। জাতীয় সংসদের স্পিকারের শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের পক্ষে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

ইবাংলা/ ই/ ১৬ ডিসেম্বর, ২০২১

Contact Us