উৎসবের দিনে সড়কে ঝরল ৫ প্রাণ
ফরিদপুর ও নাটোর প্রতিনিধি
বিজয়র সুবর্ণজয়ন্তী উদযাপনের দিনে ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনা ও নাটোরে একাধিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার মানিকনগরে পিকআপ-অটোর সংঘর্ষে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরর ৫ অটোযাত্রীকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
অন্যএক খবরে নগরকান্দা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো শরীফ জানায়, দুপুরে ফরিদপুর থেকে নগরকান্দাগামী যাত্রীবোঝাই অটোকে পিছন দিক থেকে ধাক্কা দিলে আটোটি দুমড়েমুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপটি নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়।
এদিকে, সকালে ফরিদপুরের মধুখালীতে বিজয় দিবসের ডিসপ্লেতে অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাজেদা পারভিন (১১) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরী মধুখালীর বকুল শেখের মেয়ে।
অন্যদিকে, নাটোরের গুরুদাসপুরে মোটরসাইকেল চাপায় সাব্বির হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গুরুদাসপুর নওপাড়া মাঠপাড়া মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন উপজেলার চাপিলা ইউনিয়ন রায়পুর কালিবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে।
এছাড়া, গুরুদাসপুরে বাস চাপায় সানোয়ারুল ইসলাম (২২) নামের এক পথচারী নিহত হয়েছেন। সকাল পৌনে ৯টার দিকে গুরুদাসপুর থানার ধারাবারিষা ইউনিয়ন দাদুয়া পশ্চিম পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সানোয়ারুল ইসলাম দাদুয়া পশ্চিম পাড়া এলাকার মৃত-তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ বলছেন, সকাল ৮টার দিকে সাব্বির ভ্যানযোগে নওপাড়া মাঠপাড়া নামক স্থানে পৌঁছালে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে পেছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা সাব্বির ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এসময় সাব্বির এর গলার ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরেক ঘটনার বিবরণে জানা গেছে, সকালে পৌনে ৯টার দিকে গুরুদাসপুর নয়াবাজার বিশ্বরোড মোড় নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী মিন্টু পরিবহনের একটি যাত্রীবাহী বাস সানোয়ারুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইবাংলা/ ই/ ১৬ ডিসেম্বর, ২০২১