বিষাক্ত মদ্যপানে তুরস্কে ২৫ জনের মৃত্যু

ইবাংলা ডেস্ক

চলতি সপ্তাহে তুরস্কের বিভিন্ন স্থানে বিষাক্ত মদ্যপানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পর্যটন নগরী ইস্তাম্বুলে মারা গেছেন ৭ জন।

Islami Bank

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্যেভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান থেকে এ খবর জানা গেছে।

দেশটিতে মদ উৎপাদনের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করায় ভেজাল মদ উৎপাদনের প্রবণতা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। খবর ইউরো নিউজের।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মদপানে নিরুৎসাহিত করেন। এ ছাড়া দেশটিতে মদের ওপর শুল্ক আরোপের পরিমাণ বেড়ে যাওয়ায় ভেজাল মদ উৎপাদন বেড়েছে। দেশটির সুপার মার্কেটে এক লিটার ‘রাকি’ ব্র্যান্ডের মদের বোতলের দাম ২৫০ লিরা বা সাড়ে ১৬ ডলার।

one pherma

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা।

কখনো কখনো মদের সঙ্গে মিথানল মিশিয়ে দেওয়া হয়। এর ফলে এটি বেশি বিষাক্ত হয়ে পড়ে। এই মিথানল হচ্ছে স্পিরিটের সবচেয়ে অশোধিত পর্যায়, যা বিভিন্ন কারখানায় ব্যবহৃত হয়।

ইবাংলা / এইচ / ১৬ ডিসেম্বর, ২০২১

 

Contact Us