ধানের খড়ে চিত্রিত হলো ১২ হাজার বর্গফুটের জাতীয় পতাকা

ইবাংলা ডেস্ক

হবিগঞ্জে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে সদর উপজেলার পইল গ্রামের বড়পোতা মাঠে স্থানীয় ব্যবসায়ী মোদারিছ আলী টেনুর উদ্যোগে সবুজ মাঠে এ পতাকা চিত্রিত করা হয়।

Islami Bank

পতাকাটি দেখতে আশপাশের এলাকার মানুষের ঢল নামে। দুই দিনে চিত্র শিল্পীসহ ২৫ কর্মচারী এ পতাকা তৈরি করেন। পরিবেশ বান্ধব ধানের খড় দিয়ে তৈরি করা হয় এ পতাকা।

মোদারিছ আলী টেনু বলেন, সুবর্ণজয়ন্তীতে বিজয়ের আনন্দকে মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ। দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পেরে গর্বিত বোধ করছি।

one pherma

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহিদ, বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর জন্য এ পতাকা প্রদর্শনীর আয়োজন করতে পেরে গর্বিত মনে করছি।

ইবাংলা / এইচ/ ১৭ ডিসেম্বর, ২০২১

Contact Us