জাপানে অগ্নিকাণ্ডে নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
জাপানের ওসাকা শহরের কিটাশিনচি ট্রেন স্টেশনের কাছে ব্যস্ত ব্যবসায়িক এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। স্থানীয় দমকল বিভাগ এ তথ্য জানিয়েছে।
ওসাকার ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আহত ২৮ জনের মধ্যে ২৭ জনের জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, সকাল ১০টা ১৮ মিনিটে চতুর্থ তলায় আগুন লাগে। দুপুর পর্যন্ত, দমকলের ৭০টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন আধা ঘণ্টা পর নিভিয়ে ফেলা হয়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আগুন নেভানোর পর আটতলা ভবনের ভেতরে ও বাইরে কয়েক ডজন দমকলকর্মী কাজ করছেন। সরু অফিস ভবনের চতুর্থ তলার পোড়া অভ্যন্তরটি ভাঙা এবং কালো জানালা দিয়ে দৃশ্যমান ছিল।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ফ্লোরে একটি ক্লিনিক ছিল, যা মানসিক স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ চিকিৎসা সেবা প্রদান করে। অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শী একজন মধ্যবয়সী নারী পাবলিক ব্রডকাস্টার এনএইচকে বলেছেন, ‘অনেক গাঢ় ধোঁয়া ছিল … খুব তীব্র গন্ধও ছিল।’ সূত্র : দ্য গার্ডিয়ান
ইবাংলা /টিআর/ ১৭ ডিসেম্বর