টি-টোয়েন্টিতে যে কীর্তি রিজওয়ানের

ক্রীড়া ডেস্ক

সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান নিজের অপরিহার্যতা আগেই প্রমাণ করেছেন। একের পর এক বিধ্বংসী ইনিংস উপহার দিচ্ছেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ওপেনারের নৈপূণ্য দেখে বিশ্ববাসী রীতিমতো অবাক।

Islami Bank

বিশ্বকাপের পরও দিনের ফর্মের ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছেন রিজওয়ান। সম্প্রতি পাকিস্তানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ খেলেছেন। তৃতীয় ম্যাচে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্যারিবীয়দের রানের পাহাড় ডিঙিয়ে দলকে জয়ের বন্দরে পৌছে দেন।

দুই হাজারে পা রাখতে ৫১ রান দূরে ছিলেন রিজওয়ান। বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের দেওয়া ২০৮ রানের লক্ষ্য তাড়ায় একাদশ ওভারেই তিনি ছুঁয়ে ফেলেন তা।৪৫ বলে ৩ ছক্কা ও ১০ চারে ৮৭ রান করে আউট হন ডানহাতি এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে এ বছর ৪৫ ইনিংসে তার রান এখন ২০৩৬।

one pherma

ব্যাট হাতে স্বপ্নের মতো এক বছর কাটছে রিজওয়ানের। একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ছাড়িয়ে যান ক্রিস গেইলের গড়া এক বছরে সবচেয়ে বেশি রানের রেকর্ড।

২০১৫ সালে ৩৬ ইনিংসে ১ হাজার ৬৬৫ রান করেছিলেন গেইল। তাকে টপকে যেতে রিজওয়ানের লাগে ৩৮ ইনিংস।এরপর সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি গড়েন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বছরে এক হাজার রানের অনন্য রেকর্ড। নতুন কীর্তির গড়ার পথে রিজওয়ান একটি শতক ও ১৮ টি অর্ধশতক খেলার রেকর্ড গড়েন।

ইবাংলা / নাঈম/ ১৭ ডিসেম্বর, ২০২১

Contact Us