শ্রমবাজার বাড়াতে মালয়েশিয়ায় প্রবাসী মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ অপেক্ষার পর শ্রমবাজার পেতে সমঝোতা স্মারক স্বাক্ষরে যাচ্ছেন মালয়েশিয়ার। এ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে শনিবার (১৮ ডিসেম্বর) রাতেই মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

Islami Bank

মন্ত্রী বলেন, রাতে আমি মালয়েশিয়া যাচ্ছি। আশা করছি, রোববার (১৯ ডিসেম্বর) সকালে এমওইউ সই হবে। এটা একটা বিরাট বাজার। এ বাজারটি নিয়ে অনেক গুজব রয়েছে। এসবে কান দেবেন না। সরকার কাজ করছে, আমরা বাজারটি ওপেন করতে চাই। মার্কেট খুলবে।

তবে এই সমঝোতার মাধ্যমে সিন্ডিকেট ছাড়াই কর্মী পাঠাতে চান বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। শ্রমিক নেওয়ার বিষয়ে ১০ ডিসেম্বর মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে শ্রমিক নেওয়ার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছে তাদের সরকার। চুক্তি স্বাক্ষরের পরপরই বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী সারাভানান।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জানান, আমরা কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না। অতীতে মালয়েশিয়ার বাজার নিয়ে অনেক কিছু হয়েছে। আমি অতীতকে দূর করার চেষ্টা করছি। আমাদের সফল হওয়াটা নির্ভর করছে সমঝোতা স্বাক্ষরের ওপর।

one pherma

এদিকে, মালয়েশিয়ায় বিএমইটির ডাটাব্যাংক থেকে কর্মী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

গত তিন বছর ধরে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় দেশটি। বাংলাদেশ থেকে সব পেশার বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে কর্মী নেওয়ার অনুমোদন দেওয়া হয়।

ইবাংলা / নাঈম/ ১৮ ডিসেম্বর, ২০২১

Contact Us