নৌকার পক্ষে প্রচারণায় জেলা আ.লীগ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

আগামী ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী সদর উপজেলার দাদপুর, চরমটুয়া, পূর্ব চরমটুয়া, আন্ডারচর ও কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির নেতারা।

Islami Bank

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর বাজারে নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন দেলুর পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সদস্য আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, কবি মোস্তফা ইকবাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিলুফার মমিন প্রমূখ।

এরপর দুপুর ১টায় চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারে নৌকার প্রার্থী কামাল উদ্দিন বাবলুর পথসভা, দুপুর ২টায় পূর্ব চরমটুয়া মৌলভী টোলায় নৌকার প্রার্থী নুরুল আলমের পথসভা, বিকাল ৪টায় আন্ডারচর ইউনিয়নের রহমানিয়া মাদ্রাসা মাঠে নৌকার প্রার্থী আবদুর রবের কর্মী সমাবেশে ও সন্ধ্যা ৭টায় কালাদরাপ ইউনিয়নের চৌরাস্তা বাজারে নৌকার প্রার্থী মিজানুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন জেলা আওয়ামী লীগ।

one pherma

প্রচারণাকালে জেলা আওয়ামী লীগ নেতারা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে দলের প্রার্থীদের পক্ষে নৌকা মার্কায় ভোট চান। এসময় তারা দলের বিরুদ্ধে অবস্থান নেয়া দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেন।

ইবাংলা /টিআর/১৮ ডিসেম্বর

Contact Us