বিএনপির বিজয় র‌্যালি আজ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আওয়ামী লীগের পর এবার মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি আজ। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হবে।

Islami Bank

আরও পড়ুন: বিজয় শোভাযাত্রায় মানুষের ঢল 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরসহ সিনিয়র নেতাদের অংশ গ্রহনের পাশাপাশি র‌্যালিতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন।

one pherma

এর আগে, শনিবার (১৮) ডিসেম্বর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিজয় র‌্যালি সফল করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন।

Contact Us