জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দেশটির রাজধানী থেকে ১৫৫ কিলোমিটার দূরে চিকুইক্স গ্রামে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি পৌরসভার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ১২ জনের মধ্যে ৩ শিশু, একজন করে নারী ও পুলিশ রয়েছেন।

উল্লেখ্য, ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর করে গুয়াতেমালা। এরপর সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য ও সরকারি নিপীড়নের ফলে ১৯৬০ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৯৬ সালে একটি শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে ৩৬ বছরের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের অবসান ঘটে। এই অঞ্চলের মানুষদের মধ্যে ভূমি নিয়ে বছরের পর বছর ধরে ঝগড়া-বিবাদ চলে আসছে। সূত্র: আল-জাজিরা

ইবাংলা /টিআর/১৯ ডিসেম্বর

Contact Us