‘নারী ক্রিকেটাররা পুরোপুরি সুস্থ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তরা পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম। রোববার (১৯ ডিসেম্বর) অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি আরও বলেন, শিগগিরই তারা বাড়ি ফিরতে পারবেন।

Islami Bank

গত ১১ ডিসেম্বর নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। পরে ১৪ ডিসেম্বর দলের আরেক সদস্য করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হন। তাদের প্রথমে সোনারগাঁও হোটেলে রাখার পর তিনজনকেই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

one pherma

দেশে করোনার সংক্রমণের হার কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক নাজমুল বলেন, বিদ্যুৎগতিতে ইউরোপে ওমিক্রন ছড়াচ্ছে। আমাদের সবার নজর ওমিক্রনের দিকে। যদি আমাদের প্রস্ততি ভালো থাকে, তবে ওমিক্রন মোকাবিলা করা সম্ভব।

ইবাংলা / নাঈম/ ১৯ ডিসেম্বর, ২০২১

Contact Us