জার্নালিস্ট ইউনিটির সভাপতি মফিদা আকবর সাধারণ সম্পাদক শাহীন কাওসার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জার্নালিস্ট ইউনিটি অব বাংলাদেশের (জেইউবি) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) পুরানা পল্টনে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে মফিদা আকবরকে (ইত্তেফাক) সভাপতি ও শাহীন কাওসারকে (মানবজমিন) সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

Islami Bank

কমিটি ঘোষণা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ-সভাপতি এম এ কুদ্দুস। নতুন কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল (জাগো নিউজ), যুগ্ম সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী (ইবাংলা), কোষাধ্যক্ষ খাজা খন্দকার (দৈনিক ডেসটিনি), সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান (দৈনিক লাখো কণ্ঠ), দফতর সম্পাদক আনোয়ার সাদাত সবুজ (আজকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক শিবু কান্তি দাস (দৈনিক পূর্বকোণ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম.এম. আবিদুল ইসলাম রুবেল (প্রথম আলো), আইন বিষয়ক সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন), আইসিটি সম্পাদক রীনা তুলি (যুগান্তর)।

one pherma

কার্যনির্বাহী সদস্যরা হলেন- আইয়ুব ভূঁইয়া (বাসস), শামীমুল হক (মানবজমিন), এম এ কুদ্দুস (সংবাদ), শাহাদাত রানা (এটিএন নিউজ), কাজল ঘোষ (মানবজমিন), আনোয়ার কাইয়ুম কাজল (একুশে টিভি), সুদেব শাহা (দৈনিক সমাচার), কাওছার খোকন (ইত্তেফাক), সুরাইয়া অনু (৭১ টিভি) ও সালমা আফরোজ (জনতা)।

ইবাংলা/জেডআরসি/১৯ ডিসেম্বর, ২০২১

Contact Us