শিশুকে বালতিতে চুবিয়ে মারলেন মা!

জেলা প্রতিনিধি, বরিশাল

বালতির পানিতে চুবিয়ে সাড়ে তিন মাস বয়সের শিশুপুত্রকে হত্যা করেছেন গর্ভধারিণী মা ছালেহা বেগম কলি।পরিবারের সদস্যরা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করলেও ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন তিন সন্তানের জননী ছালেহা।শনিবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বড়দুলালী এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১৯ ডিসেম্বর) সকালে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে।

Islami Bank

পরিবারের স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন  জানান, ওই গ্রামের একটি গরুর ফার্মে মালিক সাগির হোসেন তালুকদারের স্ত্রী ছালেহা তার সাড়ে তিন মাস বয়সের শিশুপুত্র জুবায়ের তালুকদারকে শনিবার দিনগত রাত সাড়ে ১১টার পর থেকে ঘরে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে গোয়াল ঘরের পাশে বালতির পানির মধ্যে শিশু জুবায়েরকে চুবিয়ে ধরা অবস্থায় ছালেহাকে দেখতে পান পরিবারের সদস্যরা।

one pherma

ওসি আফজাল আরও জানান, স্বজনরা ওই শিশুকে উদ্ধার করতে এগিয়ে গেলে ছালেহা দৌড়ে পালিয়ে যান। পরে মৃত অবস্থায় শিশু জুবায়েরকে বালতির পানির মধ্যে থেকে উদ্ধার করেন স্বজনরা । এর নেপথ্যে ভিন্ন কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হবে।নিহত শিশু জুবায়েরের বাবা সাগির হোসেন তালুকদার বলেন, তার তৃতীয় পুত্রের (জুবায়ের) জন্মের পর থেকেই স্ত্রী ছালেহা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

ইবাংলা / নাঈম/ ১৯ ডিসেম্বর, ২০২১

Contact Us