মালদ্বীপে প্রতারণা ও হয়রানিতে অতিষ্ঠ শ্রমিকরা

ইবাংলা ডেস্ক

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরা প্রতারণা, হয়রানি ও নির্যাতনে অতিষ্ঠ। পাসপোর্ট আটকে রেখে কম বেতনে কাজে বাধ্য করার পাশাপাশি রয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও। হাইকমিশনের অবহেলা ও নজরদারি না থাকায় সম্ভাবনাময় শ্রমবাজারটি হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন প্রবাসী কর্মীরা।

Islami Bank

এই পরিস্থিতির মধ্যেই বুধবার (২২ ডিসেম্বর) মালদ্বীপ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী কর্মীদের জন্য মানবিক দেশ বলা হয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে। মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে প্রায় ৬ লাখ অধিবাসীর দেশটিতে প্রবাসীর সংখ্যা প্রায় ২ লাখ। যার মধ্যে শুধু বাংলাদেশিই এক লাখের বেশি। এর মধ্যে আবার অর্ধেকেরই নেই বৈধতা।

মুসলিম অধ্যুশিত দেশটি প্রবাসীদের প্রতি যথেষ্ট মানবিক। অপরাধে জড়ানোর প্রমাণ না পেলে অবৈধদের বিষয়ে কঠোর হওয়ার নজির নেই। কিন্তু শান্তির এ দেশে মূল সমস্যা দালাল ও মালিক সিন্ডিকেট। তাদের খপ্পরে পড়ে শুরু থেকই হয়রানি, শোষণ আর বঞ্চনার শিকার বাংলাদেশিরা।

one pherma

অসহায় প্রবাসীদের অভিযোগ, অধিকার আদায়ে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ অন্য দেশগুলোর দূতাবাস যতটা সক্রিয়, ঠিক ততটাই নির্বিকার বাংলাদেশি হাইকমিশন। এ বিষয়টি সমাধানের দাবি জানান শ্রমিকরা।

ইবাংলা /টিআর/২০ ডিসেম্বর

Contact Us