বিশ্বরেকর্ডের পথে অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৩ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হয়ে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক টেক জায়ান্ট অ্যাপল । বাজারমূল্য ও মোট সম্পদের পরিমাণের দিক থেকে শিগগিরই কোম্পানিটির সম্পদ তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি মার্কিন ডলার ছাড়াবে বলে ধারণা বিশ্লেষকদের।

Islami Bank

মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, ২০১৮ সালের আগস্টে এক ট্রিলিয়ন বা লাখ কোটি ডলার ছাড়ায় অ্যাপলের বাজারমূল্য। এর ২ বছরের মাথায় ২০২০ সালের আগস্টে বাজারমূল্য অতিক্রম করে দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে সোমবার বহুজাতিক কোম্পানিটির শেয়ারের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮১ ডলার ৭৫ সেন্ট। শেয়ারের দর ১৮২ ডলার ৮৫ সেন্টে উঠলেই নতুন রেকর্ড গড়বে অ্যাপল।

চলতি বছর অ্যাপলের শেয়ারের দাম বেড়েছে ৩৫ শতাংশের বেশি। কোম্পানিটির নতুন পণ্য আইফোন ১৩ এবং অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি প্লাস, আইক্লাউডসহ বিভিন্ন পরিষেবার চাহিদা বৃদ্ধি পাওয়ায় শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়েছে বলে ধারণা বিশ্লেষকদের।

অ্যাপল ৩ ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছালেও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন ও টেসলা তাদের পিছনে অবস্থান করবে। বর্তমানে অ্যাপলের সবচেয়ে কাছে থাকা কোম্পানি মাইক্রোসফটের বাজারমূল্য প্রায় ২ দশমিক ৬ ট্রিলিয়ন বা ২ লাখ কোটি ডলার। আর গুগলের মালিক অ্যালফাবেটের বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার।

one pherma

এর পেছনে রয়েছে বৈশ্বিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা। এর মধ্যে বর্তমান বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী জেফ বেজোসের আমাজন ও ১ নম্বর ধনী ইলন মাস্কের টেসলার বাজারমূল্য হচ্ছে যথাক্রমে ১ দশমিক ৭ ট্রিলিয়ন (১ লাখ ৭০ হাজার কোটি) ও ইলন মাস্কের টেসলার ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলার।

উল্লেখ্য, অ্যাপল মূলত কনজ্যুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার ও বিভিন্ন ধরনের অনলাইন সেবা দিয়ে থাকে। স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন ওজনিয়াক ১৯৭৬ সালের এপ্রিলে অ্যাপল ১ ব্যক্তিগত কম্পিউটার (পিসি) ডেভেলপ ও বিক্রির লক্ষ্যে অ্যাপল গঠন করেন। এরপর ১৯৭৭ সালের জানুয়ারিতে তাঁরা প্রতিষ্ঠানটির নাম দেন অ্যাপল কম্পিউটার।

ইবাংলা /টিপি/২০ ডিসেম্বর

Contact Us