ইউনিয়ন আ.লীগের সভাপতি বহিষ্কার

জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়।

Islami Bank

সোমবার (২০ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সাক্ষরিত একটি আদেশ জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশ ও জেলার কমিটির পরামর্শক্রমে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা অনুযায়ী আওয়ামী লীগের সকল পদ ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হইল।

বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি গত নির্বাচনে দলের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। এবার এ ইউনিয়ন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা কৃষকলীগের সভাপতি রাজিবুল ইসলাম।

one pherma

থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, দলের হাইকমান্ডের নির্দেশনা ও গঠনতন্ত্র অনুযায়ী দল থেকে বদিউজ্জামান বদিকে বহিষ্কার করা হয়েছে। তার দুই ছেলে যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালায় তবে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা /টিআর/২০ ডিসেম্বর

Contact Us