দুই ডোজ টিকা নিয়েও ৪ জনের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত সপ্তাহে (১৩-১৯ ডিসেম্বর) দুই ডোজ টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফত থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সপ্তাহে দেশে করোনা ভাইরাসে যে ২০ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১৫ জন পুরুষ এবং বাকি ৫ জন নারী। মৃত ২০ জনের মধ্যে ১৬ জন, অর্থাৎ শতকরা ৮০ ভাগই করোনার কোনো টিকা নেননি এবং বাকি চারজন দুই ডোজ টিকা নিয়েছিলেন।

Islami Bank

গত এক সপ্তাহে মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন শতকরা ৫ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৫ শতাংশ, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪০ শতাংশ, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন ২০ শতাংশ।গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃত দুজন পুরুষ। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫০ জনের।নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জন।

one pherma

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

ইবাংলা / নাঈম/ ২০ ডিসেম্বর, ২০২১

Contact Us