পাক ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটার লেগ স্পিনার ইয়াসির শাহের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে এক কিশোরী। ১৯ ডিসেম্বরের ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে পাকিস্তানের দণ্ডবিধি ২৯২-বি ও ২৯২ সি ধারায় মামলা করেছেন ১৪ বছরের ভুক্তভোগী কিশোরী।

Islami Bank

ক্রিকেটার ইয়াসির শাহ ও তার বন্ধ ফারহানের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন কিশোরী। ইয়াসিরের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ না আনলেও ধর্ষণে সহযোগীতা এবং বন্ধু ফারহানের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওই কিশোরীর। এবং ইয়াসির ধর্ষণের ভিডিও ধারন করেছে বলেও অভিযোগ তার। ভুক্তভোগী কিশোরী বলেন-বিষয়টি পুলিশকে জানালে ইয়াসির তাকে বলেন যে, তিনি আমাকে একটি ফ্ল্যাট কিনে দেবেন এবং আগামী ১৮ বছরের জন্য আমার খরচও বহন করবেন।

পাকিস্তানের টিভি চ্যানেল জিও টিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, মামলার অভিযোগে ভুক্তভোগী কিশোরী বলেছে, ‘ইয়াসির এবং তার বন্ধু ফারহান আমাকে বন্দুকের মুখে ধর্ষণ করেছেন। আমি যখন ইয়াসিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি এবং বিষয়টি তাকে বলি, তখন তিনি আমাকে মজা করে বলেন, তিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পছন্দ করেন। ’

one pherma

ওই কিশোরী পুলিশকে জানিয়েছেন, ‘নিজেকে খুব প্রভাবশালী ব্যক্তি বলে দাবি করেন তিনি। তার দাবি, উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় রয়েছে। ইয়াসির ও ফারহান অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ করে সেগুলোর ভিডিওধারণ করে রাখে।’

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘আমরা এই বিষয়টি জেনেছি যে আমাদের কেন্দ্রিয় চুক্তিতে থাকা একজন ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পিসিবি এখন তথ্য সংগ্রহ করছে, যখন সবকিছু হাতে পাবে তারপর এ নিয়ে মন্তব্য করবে।

ইবাংলা / টিপি/ ২১ডিসেম্বর, ২০২১

Contact Us