কাজীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১১ চেয়ারম্যান
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১১টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকা প্রতীকের প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কাজীপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক।
চেয়ারম্যান পদে ১১ জন, সাধারণ সদস্য পদে চারজন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে কাজীপুরের ১২ নম্বর মনসুরনগর ইউনিয়নে নৌকা প্রার্থীর বিপক্ষে একজন স্বতন্ত্র প্রার্থী লড়বেন। ওই ইউপিতে ভোট গ্রহণ ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
নির্বাচিতরা হলেন ১ নম্বর সোনামুখী ইউনিয়নের শাহজাহান আলী, ২ নম্বর চালিতাডাঙ্গা ইউনিয়নে আতিকুর রহমান, ৩ নম্বর গান্ধাইল ইউনিয়নে গোলাম হোসেন, ৪ নম্বর শুভগাছা ইউনিয়নে গিয়াস উদ্দিন, ৫ নম্বর কাজীপুরে কামরুজ্জামান, ৬ নম্বর মাইজবাড়ী ইউনিয়নে শওকত হোসেন, ৭ নম্বর খাসরাজবাড়ী ইউনিয়নে জহুরুল ইসলাম,
৮ নম্বর চরগিরিশ ইউনিয়নে এস এম জিয়াউল হক, ৯ নম্বর নাটুয়াপাড়া ইউনিয়নে আব্দুল মান্নান, ১০ নম্বর তেকানী ইউনিয়নে হারুনার রশিদ এবং ১১ নম্বর নিশ্চিন্তপুর ইউনিয়নে খাইরুল কবির। ১২ নম্বর মনসুরনগর ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রাজ্জাকের সঙ্গে ভোটের মাঠে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী খলিল রহমান।
এছাড়া সাধারণ সদস্য পদে চালিতাডাঙ্গা, মাইজবাড়ী, তেকানি ও খাসরাবজাড়িতে একজন করে এবং চালিতাডাঙ্গা ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, কাজীপুর উপজেলায় ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১১ জন চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি মুনসুরনগর ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইবাংলা /টিআর/২১ ডিসেম্বর