দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কার ২৯

জেলা প্রতিনিধি, যশোর

যশোরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়া ২৯ জনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাব সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম এ ঘোষণা দেন। তিনি বলেন দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতে দলের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদেরও আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে।

Islami Bank

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি যশোর পৌরসভার মেয়র হায়দার গনী খান পলাশ, মেহেদি হাসান মিন্টু, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর রহমান, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপপ্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু প্রমুখ।

দলীয় সিদ্ধান্তে বহিষ্কৃতরা হলেন হৈবতপুর ইউনিয়নের আহমেদ আলী ও হরেন কুমার বিশ্বাস, ইছালি ইউনিয়নের আইয়ুব হোসেন, আনিসুর রহমান ডেভিড ও জাহিদুল ইসলাম জাহিদ, নওয়াপাড়া ইউনিয়নের কাজী আলম ও হুমায়ুন কবীর তুহিন, উপশহর ইউনিয়নের শওকত হোসেন রত্ন, কাশিমপুর ইউনিয়নের বিএম সাইফুল ইসলাম, চুড়ামনকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মুন্না, গোলাম মোস্তফা ও আলমগীর কবির মিলন, দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান, আরবপুর আসাদুজ্জামান খোকন, ফারুক আহমেদ বাবু ও নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম
one pherma

চাঁচড়া ইউনিয়নে শামীম রেজা ও ফারুক হোসেন, রামনগর ইউনিয়নের মাহমুদ হাসান লাইফ, ফতেপুর ইউনিয়নের আলমগীর হোসেন, ফাতেমা আনোয়ার ও শিল্পী বেগম, কচুয়া ইউনিয়নের শেখ মাহমুদ হোসেন, আবদুর রশিদ ও কাজী হাফিজুর রহমান, নরেন্দ্রপুর ইউনিয়নের মো. জাকির হোসেন, রাজু আহমেদ ও ফেরদৌস আহমেদ। এ ছাড়া অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান সানাকেও বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, পঞ্চম দফায় আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ২১৫ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইউনিয়নগুলোর ৪ লাখ ২১ হাজার ৭৩১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন দুই লাখ ১২ হাজার ৭৫৮ জন এবং নারী ভোটার ২ লাখ আট হাজার ৯৭২ জন।

ইবাংলা / টিপি/ ২১ডিসেম্বর, ২০২১

Contact Us