‘ব্যক্তির থেকে দল বড়,দলের থেকে দেশ বড়’

গোলাম কিবরিয়া, বরগুনা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, ব্যক্তির চেয়ে দেশ বড়,দলের চেয়ে দেশ বড়। আমাদের দলে অনেক ত্যাগী নেতা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে শোষিত নিপীড়িত নির্যাতনের স্বীকার হয়েছেন।

Islami Bank

আমাদের উচিত তাদের সম্মান করা ও তাদের প্রকৃত মূল্যায়ন করা। এই সংগঠনে তারা এখনো শোষিত বঞ্চিত হবে আর দলে ভুইফোড় অনুপ্রবেশকারীরা রাজত্ব করবে এটা মানা যায় না।

যুবলীগ চেয়ারম্যান পরশ আরো বলেছেন, যুবলীগ মানসিকতায় পরিবর্তন আনতে পেরেছে কিনা তা আপনারাই মূল্যায়ন করবেন। মানবিক যুবলীগ অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবমান। ভবিষ্যতে যুবলীগ বাংলাদেশে নেতৃত্ব দেবে।

যুবলীগের দু’টি দয়িত্ব, প্রথমত শেখ হাসিনাকে রাজপথে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করা আর দ্বিতীয়ত তার অর্জনগুলোকে রক্ষা করা। বরগুনা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন।

one pherma

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর বারটায় বরগুনা শহরের টাউনহল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: মাইনুল হোসেন খান নিখিল।

বরগুনা জেলা যুবলীগের সভাপতি মেয়র কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, প্রেসিডিয়াম সদস্য বাবু সুভাষ চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির,সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু প্রমুখ।

ইবাংলা /টিআর/২১ ডিসেম্বর

Contact Us