শতাধিক মৃত্যুর সপ্তম দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক :

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর ফলে টানা ৭ দিন ধরে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটলো। এ নিয়ে করোনায় দেশে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৯১২ জনে।

Islami Bank

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ৬ হাজার ২১৪ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। দেশে করোনা সংক্রমণের ৪৮২তম দিনে শনিবার (৩ জুলাই), করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল শুক্রবার (২ জুলাই) একদিনে ১৩২ জনের মৃত্যু এবং ৮ হাজার ৪৮৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়ার তথ্য জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর। আর বৃহস্পতিবার (১ জুলাই) একদিনে দেশে রেকর্ড ১৪৩ জনের মৃত্যুর খবর জানানো হয়।

দেশে করোনা সংক্রমণ আরো একবার ঊর্ধ্বগতিতে উঠার পর সাতদিন ধরে টানা শতাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৭০৩টি।

আর দেশের মোট ৫৬৬টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৮৭টি। এর মধ্যে ৬,২১৪ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ।

one pherma

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৯৯ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩৪ জনের মধ্যে ৮৪ জন পুরুষ ও ৫০ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।

এ পর্যন্ত মৃত্যুবরণ করা ১৪ হাজার ৯১২ জনের মধ্যে ১০ হাজার ৫৮০ জন পুরুষ ও ৪,৩৩২ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৩ হাজার ৭৭৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.৫৭ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর।

করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ হার ও মৃতের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে আবরো দেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।

ইই/ করোনা/ ৩ জুলাই, ২০২১

Contact Us