আহত টাইগার

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তার পরবর্তী সিনেমাগুলোর একটি ‘গণপথ: পার্ট ওয়ান’। সিনেমাটির শুটিং সেটে আহত হয়েছেন এই অভিনেতা।ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে তার আঘাতের খবরটি জানিয়েছেন টাইগার। বাম চোখে আঘাত পেয়েছেন তিনি। একটি ছবি পোস্ট করে ‘বাঘি’ সিনেমাখ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘গণপথের শেষ মুহূর্তে এই বাজে ঘটনা ঘটেছে।’

Islami Bank

জানা গেছে, ‘গণপথ: পার্ট ওয়ান’ সিনেমায় টাইগার শ্রফকে একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে। এতে তার বাবার চরিত্রে অভিনয়ের জন্য মেগাস্টার অমিতাভ বচ্চনকে নিতে চাইছেন নির্মাতারা। তবে ‘বিগ বি’ এই বিষয়ে তার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করেননি। সিনেমাটিতে আরো আছেন কৃতি স্যানন ও এলি আবরাম।

one pherma

‘গণপথ: পার্ট ওয়ান’ ছাড়াও ‘হিরোপান্তি-টু’ সিনেমায় দেখা যাবে টাইগার শ্রফকে। সিনেমাটিতে এই অভিনেতার বিপরীতে আছেন তারা সুতারিয়া। এর আগে ‘স্টুডেন্ট অব দি ইয়ার-টু’ সিনেমায় অভিনয় করেছেন তারা।

ইবাংলা / নাঈম/ ২২ ডিসেম্বর, ২০২১

Contact Us