গাড়ীর চাকায় চাদর পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু

সোহরাব হোসেন, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইরে কুদ্দুস আলী (৪৭) নামের এক কাঁচামাল ব্যবসায়ী অটোবাইকের চাকার সাথে নিজের শরীরের চাদর পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কুদ্দুস বগুড়ার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরকারের পুত্র ও দুই সন্তানের জনক।

Islami Bank

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে হেমায়েতপুর -সিংগাইর -মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের বাস্তা-বিন্নাডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর উপজেলার জয়মন্টপ বাজার থেকে কাঁচামাল ক্রয় করে কুদ্দুস অটোবাইকে সাভারের হেমায়েতপুর যমুনা মোড় বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

one pherma

তিনি চালকের ডানপাশে বসে থাকা অবস্থায় চলন্ত গাড়ির চাকার সাথে নিজের শরীরের চাদর গলায় পেঁচিয়ে গেলে দেহ থেকে মাথা আলদা হয়ে যায়। নিথর দেহ গাড়িতে পড়ে থাকলেও মাথা আলাদা হয়ে সড়কে ছটফট করতে থাকে। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে হ্নদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় বলে তারা জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এ ব্যাপারে ধল্লা-ফোর্ডনগর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই ইমরান হাসান বলেন, অটোবাইক চালক জনতার রোষানলের ভয়ে গা-ঢাকা দিয়েছে। গাড়িটি আটক করা হয়েছে।

ইবাংলা /টিআর/২৩ ডিসেম্বর

Contact Us