৩০ বেওয়ারিশ লাশের গণকবর

জেলা প্রতিনিধি, বরগুনা

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বরগুনায় আনা বেওয়ারিশ ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছ। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া এগারোটায় বরগুনা সার্কিট হাউজ সংলগ্ন ঈদগাহ মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত ৪৫ জনের ৩৭ জনই বরগুনার। এই ৩৭ জনের ৪ জন ঝালকাঠি থেকেই শনাক্ত করে নিয়েছেন স্বজনরা। এরপর বাকি ৩৩ মরদেহ গতকাল রাত সোয়া এগারোটায় বরগুনা সদর হাসপাতালে পৌছায়। হাসপাতাল থেকে দশ জনের মরদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা। বাকি মরদেহগুলে শনাক্ত করা যায়নি।

বেওয়ারিশ ৩০ মরদেহের জানাজা শেষ হয়েছে। জানাজা নামাজে উপস্থিত ছিলেন জেলার হাজার হাজার মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

one pherma

জানাজা শেষে এই ২৭ মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বরগুনা সদর উপজেলার পোটখালী গ্রামের সরকারি গনকবরে দাফন করা হবে এই মরদেহগুলো।

প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর দিনগত রাত তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ। এঘটনায় ৪৫ জনের প্রানহানি ঘটেছে, আহত হয়েছে শতাধিক। নিখোঁজ রয়েছে আরও অনেকে। নিহত ৪৫ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা। এদের মধ্যে ১০ টি মরদেহ শনাক্ত করা হয়। বাকি ২৭ মরদেহ পোটখালী গনকবরে দাফন করা হবে।

ইবাংলা /টিআর/২৫ ডিসেম্বর

Contact Us