কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ, শাহজাদপুর ও চৌহালী উপজেলার চতুর্থ ধাপে আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর) ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে  পাঠানো হচ্ছে সকল নির্বাচনী সরঞ্জাম।

Islami Bank

সকাল থেকে কামারখন্দ, শাহজাদপুর ও চৌহালী উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী এসব সরঞ্জাম ২৫৪টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে তুলে দিচ্ছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন শেষে শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪ হাজার ৬৭০ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরনবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে।

one pherma

নির্বাচনে তিনটি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ লাখ ৯৮ হাজার ২২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ২ লাখ ৫৫ হাজার ৩২৯ পুরুষ ও ২ লাখ ৪২ হাজার ৮৯১ জন নারী ভোটার।

ইবাংলা /টিআর/২৫ ডিসেম্বর

Contact Us