শোয়েব আখতারের মা আর নেই

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার মা ইন্তেকাল করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) ভোরে মা হারানোর দুঃসংবাদ জানান তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশে রওনা হয়েছেন।’

Islami Bank

টুইটের পর শোয়েবকে সমবেদনা জানানোর পাশাপাশি তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করেছেন ভক্ত-অনুরাগীরা।‘জি নিউজ’-এর তথ্যমতে, শনিবার (২৫ ডিসেম্বর) রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরা হয়নি। শোয়েব আখতার জানিয়েছেন, আজ আছরের নামাজের পরই ইসলামাবাদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।

one pherma

ইবাংলা / নাঈম/ ২৬ ডিসেম্বর, ২০২১

Contact Us