জবির ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

জবি প্রতিনিধি

স্নাতকের সর্বোচ্চ ফলাফলের উপর ভিত্তি করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছয় অনুষদের ছয়জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’-এর জন্য মনোনীত হয়েছেন। এই ছয়জন মনোনীত শিক্ষার্থীর মধ্যে ৪ জনই নারী। শনিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এতথ্য জানান।

Islami Bank

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’-এর প্রদত্ত নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ থেকে ১ (এক) জন করে ৬ (ছয়) টি অনুষদের ছয়জন মেধাবী শিক্ষার্থীর তালিকা ইউজিসি বরাবর পাঠানো হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে স্নাতক শ্রেণিতে মেধায় অসামান্য অবদান রাখায় এ পদক দেওয়া হচ্ছে।

মনোনীত শিক্ষার্থীরা হলেন- কলা অনুষদের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুরাইয়া বিনতে রফিক (B140105051 (সিজিপিএ ৩.৮৬), সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিতু রানী রায় (B140401004) (সিজিপিএ ৩.৯০), বিজ্ঞান অনুষদে পরিসংখ্যান বিভাগের মো. ইসমাঈল হোসেন হৃদয় (B140304058) (সিজিপিএ ৩.৯০),

one pherma

লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের শারমিন আক্তার (B140605005) (সিজিপিএ ৪.০০), ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ মো. সাগর ইসলাম (B140201188) (সিজিপিএ ৩.৯১), আইন অনুষদের আইন বিভাগের মাহমুদা আমির ইভা (B140501006) (সিজিপিএ ৩.৭৬)। মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেকেই ২০১৪-১৫ সেশনের (বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচ)।

ইবাংলা / নাঈম/ ২৬ ডিসেম্বর, ২০২১

Contact Us