মনোহরদীতে বিজয়ী হলেন যারা

সাইদুর রহমান তসলিম, নরসিংদী প্রতিনিধি

চতুর্থ দফায় রোববার (২৬ ডিসেম্বর) মনোহরদীতে সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ খানে ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫টিতে নৌকা ও ৪টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে।

Islami Bank

এ নির্বাচনে বেসরকারীভাবে আওয়ামী লীগের নৌকা নিয়ে চন্দনবাড়ী ইউনিয়নে আব্দুর রউফ হিরন, লেবুতলায় জাকির হোসেন আকন্দ, চালাকচরে ফখরুল মান্নান মুক্তো, বড়চাপাতে উপাধ্যক্ষ সুলতান উদ্দীন, শুকুন্দীতে ছাদেকুর রহমান শামীম নির্বাচিত হন।

one pherma

এছাড়া, বিদ্রোহী প্রার্থী হিসেবে কাচিকাটায় মোবারক হোসেন খান কনক, গোতাশিয়ায় আবুল বরকত রবিন, একদুয়ারিয়ায় মোল্লা রফিকুল ইসলাম ফারুক, দৌলতপুর ইউনিয়নে শরীফ মাহমুদ খান বাহালুল নির্বাচিত হয়েছেন।

ইবাংলা / এইচ/ ২৬ ডিসেম্বর, ২০২১

Contact Us