টানা তুষারপাতে আটকা পর্যটকরা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে পর্যটক আকর্ষনের অন্যতম স্থান সিকিম। টানা তুষারপাতের কারনে এবার সিকিমে আটকা পড়েছে অসংখ্য পর্যটক। তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, টানা তুষারপাতের মধ্যে অতিরিক্ত বরফ পড়ছে লাচেন, নাথুলা ও ছাঙ্গু এলাকায়। এর ফলেই পর্যটকদের অসংখ্য গাড়ি আটকা পড়েছে। তীব্র তুষারপাতের কারণে শনিবার নাথুলা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিকিমের ছাঙ্গুতে এখনো এক হাজার ১২৭ জন পর্যটক রয়েছেন। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদ আশ্রয়ে রয়েছেন। অসুস্থ পর্যটকদের সেনা ক্যাম্পেই চিকিৎসা চলছে।

দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া ভালো না হলে ও রাস্তা থেকে বরফ সরানো না হওয়া পর্যন্ত পর্যটকদের গ্যাংটকে ফেরানো সম্ভব হবে না। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদে রয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

ইবাংলা / টিপি/ ২৭ ডিসেম্বর, ২০২১

Contact Us