‘মেঘনা চিত্র’ স্মরণিকার মোড়ক উন্মোচন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মেঘনা চিত্র’ নামে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সাংবাদিক সমিতি-আশুগঞ্জ ইউনিটের উদ্যোগে আয়োজিত স্থানীয় একটি রেষ্টুরেন্টে স্মরণিকাটির মোড়ক উন্মোচন করা হয়।

Islami Bank

দৈনিক একুশে আলো পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি-আশুগঞ্জ ইউনিটের সভাপতি সাংবাদিক সেলিম পারভেজের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আল মামুন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, কে এম আহসানউল্লাহ (জুয়েল) ও সাংবাদিক গোলাম সারওয়ার।এছাড়াও সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

one pherma

অনুষ্ঠানের শুরুতেই ‘মেঘনা চিত্র’-এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি, সংগঠনের সকল সদস্য ও উপস্থিত সাংবাদিকরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক সমিতি-আশুগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ।

ইবাংলা / নাঈম/ ২৭ ডিসেম্বর, ২০২১

Contact Us