প্রত্যেক শিক্ষার্থীর মেধার সবটুকু বিকাশের সুযোগ করে দিতে শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকডেমি (নায়েম) এর উদ্যোগে শিক্ষা ক্যাডারের ১৬৪তম বুনিয়াদি কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিন এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আশা করি, যখন আপনি শিক্ষক হিসেবে শিক্ষার্থীকে শেখাবেন, গাইড করবেন, তার কাজকে ফ্যাসিলিডেট করবেন; তখন আপনিও চাইবেন আপনার শিক্ষার্থী সবচেয়ে ভালো করুক। একজন শিক্ষার্থীর যে মেধা, যোগ্যতা আছে তা দিয়ে আউটস্ট্যান্ডিং কিছু করবে সেই প্রচেষ্টা যেন থাকে।’
তিনি বলেন, ‘সবাই একসঙ্গে থাকবো, এই বোধ যেমন ভালো; তেমনি কিছু শিক্ষার্থী খুব ভালো করবে, তখন সেটি আলাদা। শিক্ষক হিসেবে সেখানেই আপনার সবচেয়ে বেশি সফলতা, সব শিক্ষার্থীকে একটি মানে নিয়ে আসা। আর যারা গতানুগতিক নয়, গড়ের মধ্যে নয়, তার চেয়ে অনেক ওপরে থাকে, তাদের সেই জায়গায় নিয়ে যাওয়াও আপনার দায়িত্ব। তার সবটুকু বিকশিত করার জন্য শিক্ষক হিসেবে সব সময় তার পাশে থাকবো। শিক্ষার্থী যেন সবটুকু ভালো করতে পারে আশা করি সেটা করবেন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা কী করে শিক্ষার্থীদের অভিভাবক হবেন-বন্ধু হবেন-গাইড হবেন, কী করে ঠিক করবেন যাতে তারা মানুষ হয়; তা এই প্রশিক্ষণে আপনাদের শেখানো হয়েছে। উদ্ভাবনী মানুষ হিসেবে শিক্ষার্থীদের কীভাবে প্রস্তুত করবেন তা আপনাদের শেখানো হয়েছে।’
তিনি বলেন, ‘এরই মধ্যে শিক্ষকতায় অনেক পরিবর্তন এসে গেছে। আগে ছিল, শিক্ষক সবকিছু জানেন আর শিক্ষার্থী তার কাছ থেকে শিখবেন। শিক্ষকই তার জ্ঞানের উৎস ছিল। এখন শিক্ষকই একমাত্র জ্ঞানের উৎসের জায়গা নয়। ইন্টারনেট রয়েছে, অনেক রকম তথ্যের উৎস আছে। শিক্ষক এখন গাইড হিসেবে শিক্ষার্থীদের পরিচালনা করবেন। কাজেই আপনি কী করে এই চ্যালেঞ্জ মোকাবিলা করবেন নিশ্চয় এই প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবিলার তথ্য আপনি পেয়েছেন। শিক্ষক হিসেবে তাই নিজেকে তৈরি করতে হবে আপনাদের।’
ইবাংলা / টিপি/ ২৮ ডিসেম্বর, ২০২১