‘প্রধানমন্ত্রী হিসেবে আবারও শেখ হাসিনা দায়িত্ব গ্রহণ করবেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলার মানুষের ম্যান্ডেট নিয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ।

Islami Bank

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত ‘মুজিববর্ষে বিজয়ের ৫০ বছর ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের জন্য ‘সার্চ কমিটি’ গঠনের জন্য দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন এবং তাদের মতামত নিয়েছেন। কিন্তু এ কমিশন গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, মহামান্য রাষ্ট্রপতি কমিশন গঠনের যে উদ্যোগ নিয়েছেন তা আওয়ামী পূর্ণ সমর্থন করে। আমরা আশা করি, এই কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

one pherma

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইবাংলা / নাঈম/ ২৮ ডিসেম্বর, ২০২১

Contact Us