তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টির সম্ভাবনায় আকাশে মেঘের কারণে দেশজুড়ে তাপমাত্রা বেড়েছে বলে অধিদফতর থেকে জানানো হয়েছে।

Islami Bank

বুধবার (২৯ ডিসেম্বর) অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রাজধানীর তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের বেশি। মেঘের কারণে তাপমাত্রা বেড়েছে।’

তিনি বলেন, ‘আজ রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই দুই-এক জায়গায় ছিটেফোঁটা হয়েছে।’

one pherma

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আজ সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। মেঘের কারণে সারাদেশের তাপমাত্রা বাড়তি থাকবে। তবে মেঘের ভাব কেটে গেলে তাপমাত্রা কমবে। আজ বা আগামীকালের পর বৃষ্টির সম্ভাবনা থাকবে না।’

মো. বজলুর রশিদ বলেন, ‘বৃষ্টির পর তাপমাত্রা কমবে। সেক্ষেত্রে বলা যায়, আগামীকাল রাত থেকে তাপমাত্রা কমতে থাকবে। তবে শৈত্যপ্রবাহ হতে আরও দুই থেকে তিনদিন সময় লাগবে।’

ইবাংলা /টিপি/ ২৯ ডিসেম্বর, ২০২১

Contact Us