ভোটাধিকার হরণের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোটাধিকার হরণের তৃতীয়বার্ষিকী উপলক্ষে সারাদেশে মহানগর ও জেলাগুলোতে মানববন্ধন কর্মসূচি পালন হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানববন্ধনকে কেন্দ্র করে সকাল ৯টা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদেরকে ব্যানারসহ খন্ড খন্ড মিছিল নিয়ে মানববন্ধনস্থলে জোড় হতে দেখা গেছে।
এসময়ে মিছিল থেকে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গন মুখরিত করে তুলেন।
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবসহ দলটির অঙ্গ ও সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতা কর্মী উপস্থিত আছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) দলের স্থায়ী কমিটির বৈঠকে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোটাধিকার হরণের তৃতীয়বার্ষিকী উপলক্ষে সারাদেশে মহানগর ও জেলাগুলোতে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকায় এই কর্মসূচি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে।
ইবাংলা /টিআর /৩০ ডিসেম্বর