পানিতে পড়ে দুগ্ধপোষ্য শিশুর মৃত্যু

সাইদুর রহমান তসলিম,নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে পানিতে পড়ে ২ বছর বয়সী এক দুগ্ধপোষ্য শিশুর মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড়মির্জাপুর গ্রামের দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মনোহরদীর এলাকার শাহীন মিয়ার পুত্র তালিব হোসেন (২)।

Islami Bank

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বাড়ীর উঠোনে খেলা করছিলো। এ সময় তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন।এ সুযোগে চোখের আড়ালে চলে যায় দুগ্ধপোষ্য শিশু তালিব। খোঁজাখুঁজি পর বাড়ী সংলগ্ন গর্তের পানিতে তার ভেসে থাকা লাশ পাওয়া যায়।

one pherma

শিশুর চাচা আলফাজ উদ্দীন ঘটনার বিবরন দিয়ে জানান, তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে মনোহরদী থানার ওসি আনিচুর রহমান জানান,বিষয়টি সম্পর্কে তার জানা নেই।

ইবাংলা /টিআর /৩০ ডিসেম্বর

Contact Us