করোনার ছোবলে দেশের ১৬ জেলায় ১৬৬ মৃত্যু
ই-বাংলা ডেস্ক রিপোর্ট :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) দেশের ১৬ জেলার বিভিন্ন তথ্যের ভিতিত্তে পাওয়া এবং ই-বাংরার প্রতিনিধিদের পাঠানো খবরে এ মৃত্যুর সংখ্যা জানা গেছ।
প্রতিনিধিদের পাঠানো খবরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী ও বগুড়া জেলায়। এ দুই জেলায় ১৯ জন করে মোট ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পরেই রয়েছে চুয়াডাঙ্গা-১৭, খুলনা-১৭, কুষ্টিয়া-১৩, ফরিদপুর-১২, যশোর-১২, রংপুর-১০, চট্টগ্রাম-৯, ময়মনসিংহ-৭, টাঙ্গাইল-৭, বরিশাল-৭, রাজবাড়ী-৫, ঠাকুরগাঁও-৫, কিশোরগঞ্জ-৪ ও জয়পুরহাট-৩ জন।
>> প্রবাসীদের করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন শুরু
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। আজ মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের পরিসংখ্যানের দাবি।।
ই-বাংলা/জেলাক/ ৬ জুলাই, ২০২১