ডব্লিউএফপি’র গুদাম থেকে সতেরশ টন খাদ্য লুট

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের নর্থ দারফুর রাজ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির, ডব্লিউএফপি, একটি গুদাম ও বেশ কয়েকটি ভবনে হামলা চালিয়ে বিপুল পরিমাণ খাবার লুট করে নিয়ে গেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পরে ওই রাজ্যে রাত্রীকালীন কারফিউ জারি করা হয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। খবর এএফপি।

Islami Bank

স্থানীয় সময় বুধবার ডব্লিউএফপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এক হাজার ৭০০ টনের বেশি খাবার লুট করে নিয়ে গেছে বন্দুকধারীরা যা প্রায় সাত লাখ ৩০ হাজার দরিদ্র মানুষের এক মাসের খাবার । ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোররাতে এই লুটপাটের ঘটনা ঘটেছে।

এক টুইটবার্তায় দারফুর গভর্নর মিনি মিওয়ানি এই ঘটনাকে বর্বর কর্মকাণ্ড বলে উলে­খ করেছেন। এ ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা সুনা জানিয়েছে, আগের দিন গভীর রাতে এল ফাশের বিশ্ব খাদ্য কর্মসূচির গুদামের কাছাকাছি ব্যাপক গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। সুদানের প্রায় বেশির ভাগ মানুষই দরিদ্র। সেখানে প্রতি তিনজনের মধ্যে একজনের জরুরি সহায়তা প্রয়োজন।

one pherma

জাতিসংঘের মানবাধিকার সমন্বয়কারী খারদিয়াতা লো এর্নদিয়ায়ে বলেন, যেসব মানুষের জরুরি ভিত্তিতে খাবার প্রয়োজন তাদের কাছে তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের যে সক্ষমতা তা এই হামলার কারণে বাধাগ্রস্ত হলো। সুদানে মানবাধিকার কার্যক্রম এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার বিষয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ইবাংলা/ টিপি/ ৩১ ডিসেম্বর, ২০২১

Contact Us