‘থার্টিফার্স্ট নাইট’

ইবাংলা ডেস্ক

‘থার্টিফার্স্ট নাইট’ কোনো ইসলামিক সংস্কৃৃতি নয়। মুসলিম সভ্যতা ও সংস্কৃতিতে এটি একটি অপসংস্কৃতি। খ্রিষ্টীয় বছর তথা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসাবে ডিসেম্বরের ৩১ তারিখ দিবাগত রাত। এ রাতের ১২টা এক মিনিটকে ‘থার্টিফার্স্ট নাইট’ মুহূর্ত হিসেবে অভিহিত করা হয়। বছরের শেষ রাতের এ মুহূর্তটি উদযাপন একটি খ্রিষ্টীয় সংস্কৃতি। বিশ্বব্যাপী ইসলামিক স্কলাররা ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপনকে হারাম বলে আখ্যায়িত করেছেন।

সুস্থ বিবেকসম্পন্ন ও রুচিসম্মত মুসলিম নারী-পুরুষ কখনো থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে পারে না। এ প্রসঙ্গে মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেন- ‘যে ব্যক্তি ইসলাম (ইসলামী রীতিনীতি) ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে, কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না। আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।’ (সূরা আলে ইমরান-৮৫)

রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যে ব্যক্তি অন্য জাতির সাথে আচার-আচরণে, সভ্যতা-সংস্কৃতিতে সামঞ্জস্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে।’ (আবু দাউদ)

আমাদের যুবক-যুবতীরা অধীর আগ্রহে থার্টিফার্স্ট নাইটের অপেক্ষায় থাকে। সেদিন মুখোশধারী কিছু লম্পট হাজারো মেয়ের সতীত্ব নষ্ট করতে ভালোবাসার দোহাই দিয়ে ফুল হাতে দাঁড়িয়ে থাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে।

তাদের ভালোবাসা থার্টিফার্স্ট নাইটকেন্দ্রিক থাকে। রাতের আঁধারে যেসব যুবক-যুবতী নগ্নতা ও অশ্লীলতায় গা ভাসিয়ে নিউ ইয়ারকে সেলিব্রেশন করে, ওরাই দিন শেষে পরস্পরকে ঘৃণা করে। এতে সাময়িক আনন্দ থাকলেও, এক সময় সেটা আফসোসে রূপ নেয়।

অমুসলিমদের আচার-আচরণ ও তাদের অনুষ্ঠানে প্রেজেন্টেশন করতে কুরআন-হাদিসের নিষেধাজ্ঞা রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি।’ (সূরা মায়িদা-৪৮)

থার্টিফার্স্ট নাইট এটি সম্পূর্ণ পশ্চিমা সংস্কৃতি। মুসলমানদের জন্য এ থেকে বিরত থাকা উচিত। এমনকি অমুসলিমদের থেকে কোনো ধরনের সাহায্যও গ্রহণ করা যাবে না। হাদিস শরিফে এসেছে, হজরত আয়েশা রা: বর্ণনা করেন, এক মুশরিক রাসূলুল্লাহ সা:-এর সাথে সাক্ষাৎ করে তাঁর সাথে যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি (তাকে) বললেন, ‘তুমি ফিরে যাও, আমরা মুশরিকদের সাহায্য চাই না।’ (সুনানে আবু দাউদ)

‘থার্টিফার্স্ট নাইট’ একটা নীরব ফেতনা। রাসূলুল্লাহ সা: আমাদেরকে ফেতনা থেকে বিরত থাকতে বলেছেন। হাদিস শরিফে এসেছে, হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘তোমরা অন্ধকার রাতের ঘনঘটার মতো ফেতনার আগে দ্রুত আমল করো, (যখন) ব্যক্তি ভোর অতিবাহিত করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফির অবস্থায়, অথবা সন্ধ্যা অতিবাহিত করবে মুমিন অবস্থায়, ভোর অতিবাহিত করবে কাফির অবস্থায়। মানুষ তার দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে।’ (সহিহুল মুসলিম)

অথচ এ সময়ে আমাদের অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করা উচিত। জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে মৃত্যুর জন্য এক বছর এগিয়ে আসা। তাই পেছনের জীবনের গোনাহের জন্য লজ্জিত হওয়া উচিত। নামাজ ও কুরআন পাঠের মাধ্যমে নিউ ইয়ারকে বরণ করা চাই। দুঃখজনকভাবে আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করি। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুন এবং ‘থার্টিফার্স্ট নাইট’ নামক বেহায়াপনা ও নষ্টামি থেকে হিফাজত করুন।

ইবাংলা /টিআর /৩১ ডিসেম্বর

Contact Us