দাপুটে টাইগারদের দ্বিতীয় দিনটা ভালই কাটল

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডে সফরে বাংলাদেশ ক্রিকেট দলের দারুণ এক দিন কাটল। টাইগাররা ব্যাটে-বলে সমানতালে রাজত্ব দেখিয়েছেন। টাইগাররা ভাল খেলার যে আশ্বাস দিয়েছিল, তার প্রয়োগটাই দেখা গেল মাঠের ক্রিকেটে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা দাপুটে খেলায় লেখা হল শুধুই বাংলাদেশের নামে।

Islami Bank

২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১৭৫ রান। যেখানে প্রথম ইনিংসে কিউইদের থেকে এখনও ১৫৩ রানে পিছিয়ে টাইগাররা। হাতে ৮ উইকেট। সোমবার (৩ জানুয়ারি)ম্যাচের তৃতীয় দিন মাহমুদুল হাদান জয় ৭০ এবং মুমিনুল হক ৮ রান নিয়ে আবার ব্যাটিং শুরু করবেন।

আগের দিন ২৫৮ রান দিয়ে নিউজিল্যান্ডে ৫ উইকেট তুলে নেয় সফরকারীরা। দ্বিতীয় দিন সকালে বোলারদের বাজিমাত। শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা যেমন পরাস্থ করেছেন কিউই ব্যাটসম্যানদের, তেমনি মিরাজ বুঝিয়েছেন ঘূর্ণি বল ক্যারিশমা।

one pherma

৩২৮ রানে কিউইদের থামিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। সেখানে সিরিজের আগে দুদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে রান না পাওয়া ওপেনার সাদমান ইসলাম অবশ্য থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। জয়কে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে পার্টনারশিপে যোগ করেন ৪৩ রান। যেখানে সাদমান ফেরেন ২২ রান করে।

পেসার নেইল ওয়েগনারের ফুলটস বল অন সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন সাদমান। কিন্ত বল ব্যাটের ওপরের দিকে লেগে ক্যাচ যায় ওয়েগনারের হাতে। সাদমানকে সাজঘরের পথ দেখান তিনি। ৫৫ বলে ২২ রান করে ফেরেন সাদমান।

ইবাংলা / নাঈম/ ০২ জানুয়ারি, ২০২২

Contact Us