মোটরসাইকেল দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। তারা মোটরসাইকেল যোগে খুলনা থেকে গোপালগঞ্জে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

Islami Bank

রোববার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার চাঁদেরহাট এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোপালগঞ্জ সদর উপজেলার মাঝি গাতী গ্রামের নাজিম মোল্লার ছেলে হৃদয় মোল্লা (১৮)।আহত ব্যক্তি একই গ্রামের শহিদুল ইসলাম মৃধার ছেলে নিয়ামুল হাসান।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, নিয়ামুল হাসান ও হৃদয় মোল্লা নামে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে খুলনা থেকে গোপালগঞ্জে বাড়ি ফিরছিল। পরে খুলনা-মাওয়া মহাসড়কের চাঁদেরহাট এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের হাইড্রোলিক জ্যাম হয়ে চাকা জড়িয়ে পড়ে। এ সময় মোটরসাইকেল আরোহী হৃদয় মোল্লা পেছন থেকে মহাসড়কে ছিটকে পড়ে মারা যায়।

one pherma

তিনি আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইবাংলা / টিআর / ৩ জানুয়ারি 

Contact Us