মনোহরদীতে ‘সমলয়ে’ বোরো চাষাবাদের উদ্বোধন

সাইদুর রহমান তসলিম,নরসিংদী

নরসিংদী মনোহরদীতে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে হাররদীয়া গ্রামের মাঠে ১শ’ কৃষকের জমিতে সমলয়ে চলতি বোরো চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার।

Islami Bank

সোমবার (৩ জানুয়ারি) উপজেলার হাররদীয়া গ্রামের মাঠে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন ঘটে। কৃষি সম্প্রসারণ নরসিংদীর উপ পরিচালক ড. ছাইদুর রহমান এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন। কৃষির যান্ত্রিকীকরণের মাধ্যমে সমবায় ভিত্তিক ব্যয় সাশ্রয়ী চাষাবাদের নামকরন হয় এখানে ‘সমলয়’।

one pherma

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম কাসেম,কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার,মনোহরদী পৌর মেয়র আমিনুর রশীদ সুজন,উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এস ইকবাল আহমেদ, আফরোজা আক্তার রুবি প্রমুখ।এর আগে অতিথিবৃন্দ মেশিনে চড়ে মাঠে বোরো চাষাবাদের মাধ্যমে সমলয় কর্মসূচীর উদ্বোধন করেন।

ইবাংলা / টিআর / ৩ জানুয়ারি 

Contact Us